অপরাধ

রাজধানীতে পথশিশুকে ধর্ষণ, হাসপাতালে ভর্তি

ফাইল ছবি

রাজধানীর মহাখালীর ক্যানসার হাসপাতাল এলাকায় এক পথশিশু (৯) ধর্ষণের শিকার হয়েছে। শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছে পুলিশ। শিশুর গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়

সোমবার (১৫ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। পরে আজ মঙ্গলবার ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বনানী থানার এসআই রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন,  রাত সাড়ে ৮টার দিকে ক্যানসার হাসপাতালের পেছনের এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পায় পুলিশ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশুটি ফুটপাতে থাকতো। রাতে কেউ তার ওপর নির্যাতন চালায়। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। 

ওসিসির ভারপ্রাপ্ত সমন্বয়ক তাইয়েবা সুলতানা জানান, আজ মঙ্গলবার সকালে শিশুটির ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, যে ব্যক্তি শিশুকে নির্যাতন করেছে সে পূর্ব পরিচিত নয়। তবে তাকে দেখলে সে চিনতে পারবে।

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। সেইসঙ্গে ধর্ষণে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন