বিনোদন

সাগরপাড়ে সৃজিত-সুস্মিতার সেলফি, তবে কি উস্কে দিল প্রেমের গুঞ্জন !

ফাইল ফুটেজ

টালিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি তার ক্যামেরার পেছনের কাজের জন্য যেমন পরিচিত, তেমনি তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনা-সমালোচনা হয়ে থাকে। সম্প্রতি অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি-কে নিয়ে এক নতুন গুঞ্জন ঘিরে সামাজিক মাধ্যমে উত্তেজনা তৈরি হয়েছে।

সৃজিত এবং সুস্মিতা একসঙ্গে সাগরপাড়ে ঘুরতে যান, আর সেখানেই তাদের একসাথে সময় কাটানোর ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সৃজিত নিজে একটি সেলফি তুলে সুস্মিতার প্রোফাইলে পোস্ট করেন।

সুস্মিতা ছবির ক্যাপশনে লেখেন, "স্যার চোখের মধ্যে"। এই সেলফি পোস্ট হওয়ার পর নেটিজেনদের মধ্যে প্রেমের গুঞ্জন শুরু হয়ে যায়।

সুস্মিতা বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এমন একটি সেলফি নিয়ে এতটা গুঞ্জন উঠবে, ভাবতেই অবাক লাগছে। আমরা তো খুব ভালো বন্ধু, এর বেশি কিছু বলতে পারব না। মানুষ যা ভাববে ভাবুক।”

এদিন সৃজিত এবং সুস্মিতা পুরী থেকে ফিরেছেন। তাদের উপস্থিতি ছিল অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমা 'ডিয়ার মা'-এর প্রিমিয়ারে। সেখানে সাংবাদিকরা তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন, তখন সুস্মিতা লাজুক হাসি দিয়ে বলেন, “আমরা শুধুমাত্র ভালো বন্ধু।”

এদিকে সৃজিতও মজা করে বলেন, “একটা সেলফি নিয়ে এত গুঞ্জন? আমরা তো ২০২৫ সালে বাস করছি! রিল্যাক্স গাইজ, রিল্যাক্স!”

উল্লেখ্য, সুস্মিতা সাফ জানান, “আমি সৃজিতকে স্যার বলেই সম্বোধন করি।” তার কথায়, সৃজিত তাকে শট, ওয়াকিং স্টাইল, পাসিং শট এসব বিষয়ে ধৈর্য সহকারে বোঝাচ্ছিলেন, এবং তখন থেকেই তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও গভীর হয়।

সুস্মিতার ক্যাপশনের মাধ্যমে অনেকেই ভাবছেন, এতে কি সৃজিতের প্রতি প্রেমের কোনো ইঙ্গিত ছিল? তবে সুস্মিতা স্পষ্ট জানান, তাদের সম্পর্ক শুধুমাত্র ভালো বন্ধুত্বের।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন