সালমানকে ভালোবেসে সব টাকা শেষ করেছিলেন সুস্মিতা?
বলিউডে ভাইজান খ্যাত সালমান খানকে দেখলে যে কোন নারীর হৃদস্পন্দন বেড়ে যেত পারে এটাই স্বাভাবিক। কিন্তু বঙ্গতনয়ার মিস ইউনিভার্স সুস্মিতা সেনও একি পরিস্থিতির স্বীকার হয়েছেন। সম্প্রতি তিনি কৈশোরের একটি মজার স্মৃতি শেয়ার করে জানিয়েছেন, সালমানের প্রতি তার ভালোলাগা আর পাগলামির গল্প।
সুস্মিতা জানিয়েছেন, ১৯৮৯ সালে মুক্তি পাওয়া সালমানের প্রথম ব্লকবাস্টার ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ দেখে তিনি পুরোপুরি মুগ্ধ হয়ে যান। সিনেমার প্রতিটি পোস্টার কেনার জন্য নিজের পকেটমানি খরচ করতেন। শুধু তাই নয়, বাড়ি সাজাতে সেই পোস্টার ব্যবহার করতেন। পরিবারে কেউ যাতে সেগুলো নষ্ট না করে, তা নিশ্চিত করতে নিজে দাঁড়িয়ে থাকতেন।
এমনকী, ছবির একটি পায়রার পোস্টারও তিনি খুব যত্নে রেখেছিলেন। কারণ সেই পায়রাকে একসময় সালমান ছুঁয়েছিলেন। এই ঘটনা থেকেই বোঝা যায়, সুস্মিতার কিশোরবেলার আবেগ কতটা গভীর ছিল।
সুস্মিতার বাবা-মা তাকে সতর্ক করতেন, যদি সময়মতো পড়াশোনা শেষ না হয়, তবে সালমানের পোস্টার ছিঁড়ে ফেলা হবে। এই ভয়ে তিনি পড়াশোনায় মনোযোগ দিতেন। সুস্মিতা মজা করে বলেন, ‘আমি তখন সত্যিই মানুষটির প্রেমে পড়েছিলাম’।
কিছু বছর পর ১৯৯৯ সালে ‘বিবি নং ১’ সিনেমায় সালমানের সঙ্গে কাজ করার সুযোগ পান সুস্মিতা। প্রথম দেখা থেকেই তাদের বন্ধুত্ব তৈরি হয়। পরে সুস্মিতা সাহস করে তার মনের কথাও শেয়ার করেছিলেন সালমানের সঙ্গে।
জেডএস/