শিশুদের মৃত্যুতে ভেঙে পড়েছেন পরীমণি, হাসপাতালে ভর্তি
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছে ২৫ শিশুসহ মোট ২৭ জন। এই ঘটনায় গোটা দেশ যখন শোকাহত, তখন শুধু আহত নয় ভেতর থেকে ভেঙে পড়েছেন বহু মানুষ।
বিশেষ করে ছোট শিশুদের পোড়া দেহের ছবি ও ভিডিও অনেকের মনে প্রভাব ফেলেছে। এদের মধ্যেই রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমণিও। ছোটবেলা থেকে আগুন-ভীতি (fire trauma) থাকায় ঘটনাটি তার মনে প্রচণ্ড ধাক্কা দেয়।
সোমবার (২১ জুলাই) রাতে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ভর্তি হন।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে নিজের ফেসবুক স্ট্যাটাসে পরীমণি লিখেছেন, “আমার ছোটবেলা থেকেই আগুনের প্রতি একটা ভয় কাজ করে। সেটা যে এখনও এতটা তীব্রভাবে রয়ে গেছে, বুঝতেই পারিনি। গতকালের ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীর দেখে আমার বুকটা যেন চেপে ধরল। দম বন্ধ হয়ে যাচ্ছিল, সব কেমন অন্ধকার মনে হচ্ছিল।”
তিনি আরও লেখেন, “আহ! এই শোক, এই কষ্ট মায়েরা কীভাবে সহ্য করছেন আল্লাহ! আল্লাহ! শুধু ভাবলেই বুকটা ধড়ফড় করে ওঠে…”।
বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। তার ভক্ত ও সহকর্মীরা পরীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।
এসকে//