সচিবালয়ে হামলার ঘটনায় ১২০০ জনের বিরুদ্ধে মামলা
সচিবালয়ে ভাঙচুর ও হামলার ঘটনায় অজ্ঞাতপরিচয় প্রায় ১২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন জমা দিতে ২৮ আগস্ট পর্যন্ত সময় নির্ধারণ করেন।
মামলাটি দায়ের করেন বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা শাখার উপপরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ। এতে বিভিন্ন কলেজের অজ্ঞাতনামা শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতিকারীদের আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২২ জুলাই ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে অজ্ঞাতনামা এক হাজার থেকে ১২০০ শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতিকারীরা মাইলস্টোন শিক্ষা প্রতিষ্ঠানে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিতসহ বিভিন্ন দাবি নিয়ে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করে।
প্রথমে তারা শিক্ষাবোর্ড ও শিক্ষাভবনের দিকে রওনা হয়, পরে সেখান থেকে সচিবালয়ের সামনে অবস্থান নেয়। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয় এবং শিক্ষার্থীদের সেখানে না যাওয়ার জন্য একাধিকবার অনুরোধ জানানো হয়।
তবুও বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সচিবালয়ের মূল ফটকের সামনে জড়ো হয়ে সহিংস পরিস্থিতি তৈরি করে এবং একপর্যায়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে।
আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে কর্তব্যরত পুলিশ, সেনাবাহিনী ও আনসার বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোঁটা, ইটপাটকেল নিক্ষেপ করে। এতে অনেকে গুরুতর আহত হন।
এছাড়া, তারা সচিবালয়ের ভেতরে থাকা সরকারি যানবাহন ভাঙচুর করে এবং ভয়ভীতি ও হুমকি ছড়ায়।
এমএ//