দেশজুড়ে

বারান্দা থেকে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কবিতা নাগ (৫০) নামের এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কবিতা নাগ চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন।

রোববার (২৭ জুলাই) সকালে উপজেলার চান্দাইকোনা এলাকার নিজ বাড়ির বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি স্বামী আকাশ বিশ্বাস এবং কন্যা বর্ষাকে নিয়ে চান্দাইকোনা নাগপাড়ায় বসবাস করতেন।

শনিবার রাতের খাবার শেষে স্বামী ও মেয়েকে নিয়ে একসঙ্গে ঘুমাতে যান কবিতা নাগ। কিন্তু ভোরে ঘুম থেকে উঠে তাকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে বাড়ির বারান্দার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্বামী আকাশ বিশ্বাস বলেন, গত কয়েক মাস ধরে কবিতা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অনেক চেষ্টা করেছি তাকে সামলে রাখতে, কিন্তু সম্ভবত সেই হতাশা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদুল হাসান জানান, কবিতা ম্যাডামের আচরণ ও কথাবার্তায় বেশ কিছুদিন ধরেই অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছিল। বিষয়টি আমরা তার পরিবারকেও জানিয়েছিলাম।

ওসি কে এম মাসুদ রানা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা না কি অন্য কিছুতা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্তের পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

 

এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে কেউ আত্মহত্যা বলে মনে করলেও, অনেকেই এর পেছনে অন্য কারণ থাকতে পারে বলে সন্দেহ করছেন। পুলিশের তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত পুরো বিষয়টি ঘিরে রহস্য থেকেই যাচ্ছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন