সিটি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন হোসেন খালেদ
বেসরকারি সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক হোসেন খালেদ। গেল রোববার (২৭ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়।
ব্যাংকটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
হোসেন খালেদ এর আগে সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে সাত বছর সফলভাবে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটি এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবেও তার অবদান উল্লেখযোগ্য। তিনি বর্তমানে সিটি ব্রোকারেজ লিমিটেড এবং সিটি হংকং লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন, যেখানে তার নেতৃত্বে প্রতিষ্ঠান দুটি সমৃদ্ধির পথে এগিয়ে চলছে।
শিক্ষাগত ক্ষেত্রে, হোসেন খালেদ অত্যন্ত প্রতিশ্রুতিশীল। তিনি যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের ইউনিভার্সিটি অব টোলেডো থেকে অ্যাকাউন্টিংয়ে বিবিএ এবং টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক ব্যাংকিংয়ে এমবিএ সম্পন্ন করেছেন।
ব্যবসায়িক এবং উদ্যোক্তা ক্ষেত্রেও হোসেন খালেদের অবদান প্রশংসনীয়। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নির্বাচিত সভাপতি হিসেবে তিনি চার মেয়াদে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ বেটার বিজনেস ফোরাম এবং এন্ট্রাপ্রেনিউরস অর্গানাইজেশন (ইও) বাংলাদেশ চ্যাপ্টারও দৃঢ়ভাবে বিকশিত হয়েছে।
হোসেন খালেদ আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের ছেলে। তার বাবা সিটি ব্যাংকের অন্যতম প্রধান উদ্যোক্তা পরিচালক ছিলেন এবং চার মেয়াদে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে হোসেন খালেদ আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করছেন।
এসকে//