আবহাওয়া

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির তাণ্ডব, নদীবন্দরগুলোতে সতর্কতা জারি

দেশের সাত অঞ্চলের আকাশে নাচছে ঝড়ের রঙিন ছায়া, ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বয়ে আসছে বৃষ্টির শোরগোল। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের আকাশে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ ঝড়ের সঙ্গে বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এসব এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বায়ু প্রবাহিত হতে পারে।

এদিকে, সন্ধ্যা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হবে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বা অতি ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন