আন্তর্জাতিক

গাজায় দালাল ছাড়া মিলছে না ব্যাংকের টাকা; দ্রব্যমূল্যও আকাশচুম্বী

ইসরাইলের অব্যাহত অবরোধ ও হামলার কারণে গাজার অর্থনীতি এখন ধ্বংসের মুখে। উপত্যকাটির বাসিন্দারা বর্তমানে দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে এবং ব্যাংক থেকে টাকা তুলতে হিমশিম খাচ্ছেন।

রোববার (০৩ আগস্ট) আলজাজিরা জানায়, গাজায় ব্যাংক থেকে টাকা উত্তোলনে দালালদের সহায়তা নিতে হচ্ছে। এসব দালালরা গ্রাহকদের উত্তোলিত টাকার প্রায় অর্ধেক রেখে দিচ্ছে ।

সাবের আহমেদ নামে গাজার এক বাসিন্দা জানান, "যখন কেউ ব্যাংক থেকে টাকা তুলতে যায়, দালালরা প্রায় ৪০ শতাংশ রেখে দেয়। অর্থাৎ, আপনি যদি ১০০ শেকেল উত্তোলন করেন, তবে হাতে পাবেন মাত্র ৬০ শেকেল।" 

তিনি আরও বলেন, “যখন বাজারে যাবেন, ২০০ ডলার দিয়ে ২ কেজি মসুর ডাল এবং ১ কেজি আটাও পাওয়া যাবে না। দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য কেনার জন্য আমার প্রায় ৩০০ ডলারের প্রয়োজন।” উল্লেখযোগ্য যে, ২০০ ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫,০০০ টাকার সমান।

তবে গাজার বাসিন্দারা জানিয়েছেন, ইসরাইলের হামলা বিরতির পরেও পরিস্থিতিতে তেমন কোনও পরিবর্তন আসেনি। গাজার জন্য আসা ট্রাকের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম, ফলে গাজার মানবিক সংকট আরও তীব্র হয়ে উঠেছে।

এছাড়া গাজার বাসিন্দা মারিয়াম হাসান যখন একটি পুরনো ১০০ শেকেলের নোট নিয়ে বাজার করতে যান, তখন কোনও দোকানি সেই নোট গ্রহণ করেননি।  তিনি বলেন, "কোনও বিক্রেতাই নোটটি নিচ্ছে না কারণ এটি পুরনো এবং স্কচটেপ দিয়ে বাঁধা। এখন আমি কি করব?"

ইসরাইলের অবরোধের কারণে গাজায় পাওয়া পণ্যের দাম আকাশচুম্বী হয়ে গেছে। গেল সপ্তাহে ইসরাইল গাজার নির্দিষ্ট কিছু স্থানে মানবিক সহায়তা প্রবাহের জন্য হামলা বন্ধ রাখার ঘোষণা দিলেও সেই বিরতির পরেও পরিস্থিতির উন্নতি হয়নি।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন