দেশজুড়ে

প্রত্যাহার হওয়া সেই এসপিকে ফের কিশোরগঞ্জে যোগ দেয়ার নির্দেশ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় প্রত্যাহার করা কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীকে ফের আগের কর্মস্থলে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এতে প্রায় তিন মাস পর পুনরায় দায়িত্বে ফিরছেন তিনি

রোববার (৩ জুলাই) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিনের সই করা এক চিঠিতে এ আদেশ দেয়া হয়

গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ চিকিৎসার জন্য দেশ ছেড়ে যাওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক সংগঠন আন্দোলন শুরু করে। এ ঘটনায় কিশোরগঞ্জের এসপি ছাড়াও,  বিমানবন্দরে ইমিগ্রেশন দায়িত্বরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়এ ছাড়া আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

ঘটনা তদন্তে পুলিশ সদর দপ্তর এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দুটি তদন্ত কমিটি হয়। প্রায় তিন মাস পর দুটি কমিটি তদন্ত শেষে কিশোরগঞ্জের পুলিশ সুপারসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া অন্যদের নির্দোষ বলে অব্যাহতি দিতে সুপারিশ করে।

প্রসঙ্গত,  তদন্ত চলাকালে কিশোরগঞ্জের পুলিশ সুপারের পদটি শূন্য ছিল।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন