দেশজুড়ে

মাইক্রোবাস দুর্ঘটনায় ৭ জন নিহতের ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা

চালকের ঘুমের কারণে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সাতজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে মাইক্রোবাসের চালক এনায়েত হোসেন আকবরকে একমাত্র আসামি করা হয়েছে। অভিযুক্ত চালক বর্তমানে পলাতক রয়েছে।

শুক্রবার (৮ আগস্ট)  রাত ১০টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় নিহতদের স্বজন ও ওমানপ্রবাসী মোহাম্মদ বাহার উদ্দিনের বাবা আবদুর রহিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওমানপ্রবাসী বাহার উদ্দিনকে নিয়ে তার স্বজনরা গত বুধবার (৬ আগস্ট) ভোরে বাড়ি ফেরার পথে বেগমগঞ্জের চন্দ্রগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি খালে পড়ে বাহারের পরিবারের নারি ও শিশুসহ ৭ জন মারা যান। সেখান থেকে বেঁচে ফেরেন প্রবাসী বাহার, তার বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কান্দার মীর্জা, ভাবি সুইটি আক্তার ও শ্যালক রিয়াজ হোসেন।

প্রবাসীর শ্বশুর ইস্কান্দার মির্জা জানান, 'চালক শুরু থেকেই ঘুমে আচ্ছন্ন ছিলেন। বারবার অনুরোধ করেছিলাম, যেন বাজারে গাড়ি থামিয়ে বিশ্রাম নেন। তিনি কিছুক্ষণ থেমেও আবার গাড়ি চালাতে শুরু করেন, তখনো তার চোখে ঘুম। আমি নিষেধ করলেও তিনি শুনেননি। একপর্যায়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।'

ওসি মো. লিটন দেওয়ান জানান, মামলাটি চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনগত কার্যক্রম সেখানে সম্পন্ন হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন