দেশজুড়ে

বাসচাপায় প্রাণ গেলো অটোরিকশাচালকের, আহত ১০

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন  ১০ জন। তাৎক্ষণিকভাবে নিহত চালক ও আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

শনিবার (৯ আগস্ট) বেলা আড়াইটার দিকে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে  দুর্ঘটনা ঘটে। শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর চালক প্রাণ হারান। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন