দেশজুড়ে

সাংবাদিক তুহিন হত্যা: ক্ষমা চাইলেন জিএমপি কমিশনার

গাজীপুরে আলোচিত সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার ক্ষমা প্রার্থনা করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ডিআইজি ড. মো. নাজমুল করিম খান। এছাড়া ১৫ দিনের মধ্যে এ মামলার চার্জশিট দেয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

শনিবার (০৯ আগস্ট) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়াটার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জিএমপি কমিশনার বলেন, ‘হানিট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও করার কারণেই তুহিনকে হত্যা করা হয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যেই অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে।’

তিনি বলেন, জুলাই আন্দোলনে গাজীপুরে অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ বেকার হয়েছে। এ কারণে এই এলাকায় অপরাধ বেড়েছে।

নাজমুল করিম খান বলেন, ‘আমরা আসামিদের গ্রেপ্তার করেছি, হত্যার অস্ত্র উদ্ধার করেছি, সিসিটিভি ফুটেজ রয়েছে এবং অধিকাংশ প্রমাণ আমাদের হাতে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই যত দ্রুত সম্ভব চার্জশিট দিতে পারব বলে আশা করছি। ভিডিওগুলোও ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, সিসিটিভি ভিডিও ফুটেজ দেখে শনাক্ত ৮ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

উল্লেখ্য,এর আগে গেল বৃহস্পতিবার (০৭ আগস্ট) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে গাজীপুর চৌরাস্তায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা হলেও পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন