নিজস্ব ক্যাম্পাসের দাবিতে রেল অবরোধ, ৬ ঘণ্টা পর প্রত্যাহার
নিজস্ব স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি (Development Project Proposal) অনুমোদন ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেল অবরোধ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছয় ঘণ্টা অবরোধের পর অবরোধ প্রত্যাহার করে তারা। তবে আগামীকাল (১৪ আগস্ট) সকাল ও সন্ধ্যায় যমুনা সেতু পশ্চিম গোলচত্বরে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন।
বুধবার (১৩ আগস্ট) বিকেল ৩টায় তারা কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করে শিক্ষার্থীরা।
এর আগে সকাল ৯টার দিকে উল্লাপাড়া রেলস্টেশনের ক্রসিং এলাকায় অবস্থান নিয়ে শিক্ষার্থীরা অবরোধ শুরু করেন। এর ফলে ঢাকা-উত্তর-দক্ষিণ-পশ্চিমাঞ্চল রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। যমুনা সেতু হয়ে ঢাকার সাথে পশ্চিমাঞ্চলের সংযোগ বিচ্ছিন্ন থাকায় ধুমকেতু এক্সপ্রেস, সিল্কসিটি, চিলাহাটি এক্সপ্রেসসহ একাধিক যাত্রীবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউলে বিপর্যয় দেখা দেয়, ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
দীর্ঘ ছয় ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে বিকেল ৩টার দিকে ধুমকেতু এক্সপ্রেস উল্লাপাড়া স্টেশন অতিক্রম করার মাধ্যমে রেল চলাচল স্বাভাবিক হয়।
অবরোধে থাকা শিক্ষার্থীরা জানান, প্রধান উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা অথবা অর্থ উপদেষ্টার মধ্যে কেউ একজন যদি ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদনের সরাসরি সিদ্ধান্ত না দেন, তবে তাদের আন্দোলন চলবে। বৃষ্টি উপেক্ষা করেও তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যান এবং একইসঙ্গে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।
২০১৬ সালে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে সর্বশেষ ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সর্বশেষ একনেক সভায় অনুমোদন না মেলায় শিক্ষার্থীরা আন্দোলনে নামে। তাদের এই কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দেন উপাচার্য, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা।
আই/এ