বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা : ইসরাইলি প্রধানমন্ত্রী
মিসর ও জর্ডানের একাংশকে নিয়ে পুরো ফিলিস্তিনি ভূখণ্ডসহ বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, নেতানিয়াহু আই-২৪ চ্যানেলকে বলেছেন, তিনি ‘ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে’ আছেন। বৃহত্তর ইসরায়েলের ধারণার মধ্যে ইসরায়েল রাষ্ট্র, ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের জন্য নির্ধারিত এলাকা এবং বর্তমান জর্ডান ও মিসরের সঙ্গে সিরিয়া ও লেবাননের কিছু অংশও অন্তর্ভুক্ত আছে। ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে সৃষ্টি করা হয়েছিলো ইসরায়েল।
১৯৪৮ সালে জাতিসংঘ ইসরায়েল নামে রাষ্ট্রের সৃষ্টি করে। এরপর থেকে ফিলিস্তিনিদের ভূমি দখল করে ইসরায়েলের পরিধি শুধু বেড়েছে।