রাজনীতি

আজ খালেদা জিয়ার ৮১তম জন্মদিন

ছবি: ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন আজ (১৫ আগস্ট)। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান তিনি। 

তার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজীতে, শৈশব-কৈশোর কেটেছে বাবার কর্মস্থল দিনাজপুরে। ১৯৬০ সালের আগস্টে তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। 

আজ বিএনপির চেয়ারপারসন গুলশানের বাসা ‘ফিরোজা’য় অবস্থান করবেন। জন্মদিনে দলীয়ভাবে এবারও থাকছে না কেক কাটার কোনো আয়োজন।

দলীয় সূত্র জানায়, কয়েক বছর ধরে খালেদা জিয়ার নির্দেশে আনুষ্ঠানিক কেক কেটে জন্মদিন উদযাপন বন্ধ রয়েছে। এবারও তিনি কেক না কাটার নির্দেশ দিয়েছেন। পরিবর্তে, তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সারা দেশের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১১টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে, যেখানে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতার জন্য দেশব্যাপী দোয়া মাহফিল আয়োজন করা হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন