দারুণ ভাবে মৌসুম শুরু রিচার্লিসন-রাফিনিয়ার
নতুন মৌসুম দুর্দান্ত ভাবে শুরু করলেন রিচার্লিসন। প্রথম ম্যাচে বার্নলির বিপক্ষে করলেন জোড়া গোল।
ম্যাচের ১০ম মিনিটেই মোহাম্মদ কুদুসের ক্রস থেকে টটেনহামকে লিড এনে দেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ম্যাচের ৬০ মিনিটেও কুদুসের বাড়ানো বল থেকেই ওভারহেড কিকে ব্যবধান দ্বিগুণ করেন। এই গোলটি দেখে ২০২২ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে এনেছেন রিচার্লিসন। সার্বিয়ার বিপক্ষে একই ভাবে একটি গোল করেছিলেন ব্রাজিলিয়ান তারকা।
এর ছয় মিনিট পরেই আরেকটি গোল করেন জনসন। টটেনহাম পায় ৩-০ গোলের জয়।
এদিকে গেলো মৌসুম যেভাবে শেষ করেছিলেন। নতুন মৌসুম সেভাবেই শুরু করলেন রাফিনিয়া। লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচে মায়োর্কার বিপক্ষেই গোলের দেখা পান তিনি।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ছাড়াও ফেরান তোরেস ও লামিনে ইয়ামালের গোলে ৩-০ ব্যবধানে জয় পায় বার্সেলোনা।
এদিকে উলভারহ্যাম্পটনকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটিও।