হঠাৎ অবসরের ঘোষণা মার্কিন বিমানবাহিনী প্রধানের
হঠাৎ করে সোমবার অবসরের ঘোষণা দিয়েছেন মার্কিন বিমানবাহিনীর প্রধান চিফ অফ স্টাফ জেনারেল ডেভিড অলভিন। ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে অলভিন বলেছেন, ‘২৩তম এয়ার ফোর্স চীফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। নেতৃত্ব দেয়ার জন্য আমার ওপর বিশ্বাস রাখায় (বিমানবাহিনী) মন্ত্রী ট্রয় ই মিঙ্ক, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ দিতে চায়।’ অলভিন বলেছেন, তিনি সম্ভবত ১ নভেম্বর অবসর নিতে পারেন।
অলভিনের এমন ঘোষণাকে অনেকটা আশ্চর্যজনক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। কেননা, দায়িত্ব পাওয়ার দুই বছরের মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। সাধারণভাবে, চার বছরের জন্য দায়িত্ব পালন করেন মার্কিন বিমানবাহিনী প্রধান।
অলভিন স্বেচ্ছায় অবসর নিচ্ছেন না কি পেন্টাগন তাঁকে পদত্যাগ করতে বলেছে, সে বিষয়টি এখনো অস্পষ্ট। এ ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কোন মন্তব্য করেনি।
এর আগে, জানুয়ারিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথ দায়িত্ব নেয়ার বেশ কিছু জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেন। এদের মধ্যে আছেন জয়েন্ট চিফ অফ স্টাফ, মার্কিন নৌ বাহিনী প্রধান ও মার্কিন সেনা, নৌ ও বিমানবাহিনীর বিচারক।
এনএস/