ইউক্রেন শান্তি চায় না: রুশ পররাষ্ট্রমন্ত্রী
ইউক্রেন শান্তি চায় না বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, ‘ইউক্রেন প্রকাশ্যে দেখিয়ে দিচ্ছে যে তারা মস্কোর সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চায় না।’
আলাস্কা বৈঠকে উল্লেখযোগ্য ‘অগ্রগতি’ হওয়ার কথা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, ইউক্রেনীয় কর্মকর্তারা যেভাবে কথা বলছেন তাতে মনে হচ্ছে তারা কোনো টেকসই ও দীর্ঘমেয়াদি শান্তি চায় না।
তিনি উদাহরণ হিসেবে জেলেনস্কির শীর্ষ উপদেষ্টা মিখাইল পোডোলিয়াকের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করেন। পোডোলিয়াক বলেছিলেন, ইউক্রেন কিছু অঞ্চলকে আপাতত ‘ডি-ফ্যাক্টো’ হারানো হিসেবে স্বীকার করতে পারে, তবে নিরাপত্তা নিশ্চয়তা পাওয়ার পর সেগুলো পুনরুদ্ধারের চেষ্টা করবে এবং পশ্চিমা দেশগুলোর ওপর চাপ দেবে যেন তারা রাশিয়ার অর্থনীতি দুর্বল করার জন্য নতুন নিষেধাজ্ঞা আরোপ করে।
এনএস/