আন্তর্জাতিক

চুপিসারে রাশিয়ায় ইউক্রেনের হামলা ঠেকিয়ে রাখছে যুক্তরাষ্ট্র

মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রব্যবস্থা দিয়ে রাশিয়ায় হামলা চালানো থেকে ইউক্রেনকে বিরত রাখছে পেন্টাগন। এ কাজ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর অনেকটা চুপিসারে করছে ।

মার্কিন কয়েকজন কর্মকর্তার বক্তব্যের বরাতে শনিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   

যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের কারণে মস্কোর হামলার বিরুদ্ধে কিয়েভের প্রতিরক্ষাব্যবস্থা সীমিত হয়ে পড়ছে।

ইউক্রেন যুদ্ধ বন্ধে চেষ্টা চালিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে আলাদা করে বৈঠক করেন।

তবে হতাশা প্রকাশ করে গেলো শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিন যদি কোন দৃশ্যমান পদক্ষেপ না নেয়, তবে রাশিয়ার ওপর বড় নিষেধাজ্ঞা আরোপ করা হবে।  

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন