বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, পার্লামেন্টে আগুন, নিহত ৩
ইন্দোনেশিয়ায় শ্রমজীবীদের কম মজুরি ও নীতিনির্ধারকদের বিলাসবহুল জীবনযাপনকে কেন্দ্র করে বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। দেশটির রাজধানী জাকার্তায় পুলিশের গাড়িচাপায় এক বিক্ষোভকারীর মৃত্যুর পর এই বিক্ষোভ আরও সহিংস হয়ে ওঠে।
সবশেষ, সুলাওয়েসি প্রদেশের মাকাসারে আঞ্চলিক সংসদ ভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এ ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

ইন্দোনেশিয়ার সংবাদসংস্থা আন্তারার বরাতে গার্ডিয়ান জানায়, শুক্রবার রাতে সংসদ ভবনে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। এসময় সংসদের ভেতরে আটকা পড়ে তিনজন মারা যান। এছাড়া দুজন ভবন থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন।
ইন্দোনেশিয়ায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সংসদ সদস্যদের ভাতা বাড়ানোর প্রতিবাদে এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে গেল বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিক্ষোভকারীরা রাজধানী জাকার্তায় পার্লামেন্টের সামনে জড়ো হন।

শুক্রবার এই বিক্ষোভ সহিংস রূপ ধারণ করলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বিক্ষোভকারীদের ওপর গাড়ি চালিয়ে দেয়। এসময় এক বিক্ষোভকারী নিহত হন।
এ ঘটনায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো পুলিশের কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করেছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।

জাকার্তা ও অন্যান্য শহরগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ার সাথে সাথে স্থানীয় গণমাধ্যমে লুটপাট ও পরিবহন অবকাঠামোর ক্ষতির খবরও এসেছে। জাকার্তার মেট্রোরেল ও ট্রান্সজাকার্তা বাস সার্ভিস কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।
এমএ//