রাজধানীতে স্বস্তির বৃষ্টি
টানা কয়েকদিনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টির নেমেছে রাজধানীতে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে হঠাৎই আকাশে মেঘ জমে, এরপর শুরু হয় বৃষ্টি। কিছু কিছু এলাকায় দেখা যায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, যা নগরবাসীকে এনে দিয়ে স্বস্তি।
এর আগে গেল কয়েকদিন ধরে রাজধানীতে তীব্রগরম অনুভব করছে নগরবাসী। তাপমাত্রা ছাড়িয়েছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির ছোঁয়ায় আজ অনেকটা স্বস্তি ফিরে পেয়েছে নগরবাসী।
এদিকে শনিবার সন্ধ্যা পর্যন্ত দেওয়া আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এমএ//