দেশজুড়ে

নিয়ন্ত্রণ হারিয়ে খালে যাত্রীবাহী বাস, নিহত বেড়ে ৫

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে দুর্ঘটনাটি ঘটে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান জানান, এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নিহতরা হলেন— জয়নাল আবেদীন (৫৭), মোরশেদ আলম (৪০), হুমায়ুন কবির, মাজেদ ও রিপন। 

নিহত জয়নাল আবেদীন ও মোরশেদ আলম স্থানীয় শেখপুর গ্রামের বাসিন্দা। হুমায়ুন কবির লতিফপুর এলাকায় ভাড়া থাকতেন এবং একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

এ ঘটনায় অন্তত ১৪ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে খালের তলদেশে আরও যাত্রী আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর প্রায় আড়াই ঘণ্টা পেরিয়ে গেলেও বাসটি উদ্ধার করা যায়নি। তাৎক্ষণিকভাবে ডুবুরি দল ও ফায়ার সার্ভিস না পৌঁছানোয় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

ঘটনার পর লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন