ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে ইয়ামিন (২৩) নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় ফাহিম নামে আরও এক যুবক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নিহত ইয়ামিন ঢাকা উদ্যান এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলার চরসখিনা গ্রামে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের ১২ নম্বর রোডের বুড়িগঙ্গা নদীর তীরের ওয়াকওয়েতে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘স্থানীয়রা মোবাইল ছিনতাইয়ের সময় দুই যুবককে আটক করে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা মিলে তাদের হাসপাতালে পাঠালে ইয়ামিন মারা যায়, আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।’
মেহেদি হাসান জানান, ভুক্তভোগীর ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আই/এ