ক্যাম্পাস

ডাকসু নির্বাচন: ভোট দিয়ে যা বললেন সাদিক কায়েম

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদিক বলেন, ‘ডাকসু নির্বাচন শুধু ভোট নয়, এটি শহীদদের স্বপ্ন পূরণের এক সুযোগ। শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করেছে, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে।’

তিনি সব প্রার্থীকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, ‘নির্বাচনের শুরুটা যেভাবে হয়েছে, আশা করি শেষ পর্যন্ত সেভাবেই চলবে। কেউ যদি আচরণবিধি ভঙ্গ করে বা বাড়তি সুবিধা পায়, শিক্ষার্থীরা তা মেনে নেবে না।’

গণতন্ত্রের প্রসঙ্গ টেনে সাদিক কায়েম বলেন, ‘গেল ১৬ বছরে শিক্ষার্থীরা প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আমরা চাই এই নির্বাচন সারা দেশে একটি ইতিবাচক বার্তা দিক এবং গণতন্ত্রকে আরও দৃঢ় করুক।’

প্রসঙ্গত, এবার ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন, যার মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ এবং ছাত্র ২০ হাজার ৯১৫।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন