দেশজুড়ে

মহাসড়ক অবরোধ, রাজধানীর সঙ্গে ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন

ছবি: সংগৃহীত

ফরিদপুর-৪ আসনের সংসদীয় সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ করেছে ফরিদপুরে স্থানীয় জনতা। মহাসড়ক অবরোধে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২১ জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এ অবরোধ কর্মসূচি পালন করছে স্থানীয় জনতা।

তাদের দাবি, আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে বাদ না দিয়ে বরং ভাঙ্গাকে নিয়ে পুনরায় ফরিদপুর-৫ আসন গঠন করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ অবরোধ চলবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে পুকুরিয়া, সোয়াদি, মনসুরাবাদসহ বিভিন্ন স্থানে মহাসড়কের ওপর গাছ, বাঁশ ও ইট ফেলে অবরোধ করেন কয়েক হাজার মানুষ।

ফলে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল ও ঢাকা-মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কের একাধিক পয়েন্টে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাজধানীমুখী ও দক্ষিণাঞ্চলগামী শত শত যানবাহন দুই পাশে আটকে পড়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

প্রসঙ্গত, গেল বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের পুনর্নির্ধারিত সীমানা ঘোষণা করে। এতে ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে নিয়ে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করা হয়।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন