ডাকসু নির্বাচন
আচরণবিধি ভঙ্গ করেছে ছাত্রদল: এস এম ফরহাদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করছে ছাত্রদল। অথচ প্রশাসন নীরব রয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রচারণা নিষিদ্ধ থাকলেও ছাত্রদল নিয়ম ভাঙছে। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
এসময় তিনি শিক্ষার্থীদের ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
একই অভিযোগ তুলেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। তিনি বলেন ‘ভোটার ও নির্বাচন কমিশনকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এখানে বহিরাগতরা প্রবেশের চেষ্টা করছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো সামগ্রিক নিরাপত্তার বিষয়টি আরও ভালোভাবে দেখার জন্য।‘
এদিকে সকালে ভোট শুরুর পরপরই নিয়ম ভেঙে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে প্রবেশ করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এ সময় তিনি অভিযোগ করেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো প্রবেশ কার্ড সরবরাহ করেনি, যার কারণে তাকে একাধিক কেন্দ্রে বাধার সম্মুখীন হতে হচ্ছে।
নিয়মভঙ্গের অভিযোগ প্রসঙ্গে তিনি বলন, ‘আমি নিয়ম ভেঙে ঢুকিনি, রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই প্রবেশ করেছি। ভোটটা আমরা উদ্যাপন করতে চাই, অভিযোগ করতে চাই না।’
অন্যদিকে, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা গেছে। আইডি কার্ডধারী শিক্ষার্থীদের প্রবেশের অনুমতি মিললেও মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। কেন্দ্রের প্রবেশপথে প্রার্থীদের প্রতিনিধিদের লিফলেট ও হ্যান্ড বিল বিতরণ করতে দেখা যায়।
এমএ//