বিনোদন

এই সুখে যেন কারো নজর না লাগে : পরীমণি

দুই সন্তানকে নিয়ে নতুন জীবন শুরু করেছেন পরীমণি। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ এবং নানাভাই শামসুল হক গাজীর মৃত্যুর পরেও নায়িকা কাজের প্রতি নিয়মিত হয়ে উঠেছেন।

সম্প্রতি পরীমণি তার প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ অসাধারণ অভিনয়ের জন্য জনপ্রিয় ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন।

এই আনন্দে তিনি ফেসবুকে লিখেছেন, “এখন আমার ঘরের দরজা খোলার মানুষ তারা। নানাভাই চলে যাওয়ার পর কেউ এভাবে আমার অপেক্ষা করেনি। গতকাল রাতে অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরে তারা দুজন একসাথে আমার কোলে উঠে বসল। জীবনে আর কি চাই।”

সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানিয়ে নায়িকা আরও লিখেছেন, “শুকরিয়া খোদা। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন এই সুখে কারো নজর না পড়ে। আমার জীবন এত সুন্দর এবং পরিপূর্ণ। একে রূপকথার মতো মনে করি। আলহামদুলিল্লাহ।”

পরবর্তী সিনেমা ‘গোলাপ’-এর শুটিং শীঘ্রই শুরু হবে। এই ছবিতে তার বিপরীতে রয়েছেন নিরব। এটি দুই তারকার প্রথম যৌথ সিনেমা, পরিচালনা করছেন সামছুল হুদা।  এর আগে পরীমণি ‘ডোডোর গল্প’ ছবির শুটিং শেষ করেছেন। ছবিটির কাজ দুই বছর আগে শুরু হয়েছিল এবং এতে তার সহঅভিনেতা ছিলেন সাইমন সাদিক।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন