ভাইরাল ভিডিওতে ফেরদৌসের চমক, পাশে ঋতুপর্ণা ও মৌসুমী
ঢালিউডের জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জয়ী হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সরকারপন্থী অবস্থান নেওয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন।
গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। প্রায় এক বছর পর ফের প্রকাশ্যে এলেন ফেরদৌস। টালিউড তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত এবং বাংলাদেশের নায়িকা মৌসুমির সঙ্গে তার একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কে তিন তারকাকে বেশ আনন্দঘন মুহূর্তে মেতে থাকতে। সেখানে ফেরদৌস বলেন, “এই প্রথমবার আমরা তিনজন একসঙ্গে নিউইয়র্কে। এই দুই মহীয়সী নায়িকা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। আমরা অনেক কাজ করেছি, কিন্তু আশ্চর্যের বিষয়, একসঙ্গে কাজ করেছি মাত্র একটি ছবিতে।”
অভিনেত্রী মৌসুমিও অনুভূতি জানিয়ে বলেন, “অনেকবার চেষ্টা করেও একসঙ্গে হাজির হওয়া হয়নি। অবশেষে সেই সুযোগটা এলো।”
তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা নিয়ে স্পষ্ট কোনও তথ্য মেলেনি। যেহেতু মৌসুমি বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন, তাই অনেকে ধারণা করছেন এটি সাম্প্রতিক সময়ের ঘটনা।
এসকে//