ঢাবিতে মির্জা আব্বাসের প্রবেশের বিষয়ে যা জানালেন ট্রেজারার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অফিসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এসেছেন। এমন অভিযোগ মিথ্যা দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমি বলতে চাই, যে অভিযোগ করেছে তার বিরুদ্ধে মামলা করা উচিত। এবং সে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে আমার সম্পর্কে’।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের অফিসের প্রত্যেকটা জায়গা সিসি ক্যামেরার আওতাধীন। বের করা হোক এবং যে মিথ্যা কথা বলেছে তার শাস্তির ব্যবস্থা করা হোক।
এদিকে বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আবু বাকের মজুমদার অভিযোগ করেন, মির্জা আব্বাস ডাকসু নির্বাচনের কোনো কিছুর সঙ্গে সংশ্লিষ্ট নন। কিন্তু তিনি আজ এখানে প্রবেশ করা মানে একটা ভিন্ন বার্তা যাচ্ছে দেশবাসীর কাছে। মির্জা আব্বাসের আজ ক্যাম্পাসে প্রবেশ করার কোনো সুযোগ নেই, অধিকার নেই। প্রবেশ করেছেন কেন, এটা সবচেয়ে বড় প্রশ্ন।
আই/এ