রাজধানী

বকেয়া বেতনের দাবিতে রাজধানীতে শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানী কুড়িলে বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরাকয়েকদিন আগেও একই দাবিতে এই সড়ক অবরোধ করেছিলেন তারা

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন। ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাড্ডার কুড়িলে কিছুক্ষণ আগে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০/৬০০ কর্মী পুনরায় বেতন-ভাতার দাবিতে ইনকামিং ও আউটগোয়িং রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে কুড়িল থেকে বাড্ডার দিকে ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যাচ্ছে না।

পাশাপাশি এয়ারপোর্ট রোডে ঢাকা উত্তরা-ময়মনসিংহ হাইওয়ের ইনকামিং এবং আউটগোয়িং উভয় দিকে রাস্তা প্রায় ২০০ কর্মীরা বন্ধ করে দিয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন