চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম হয়েছে। এদের মধ্যে ২ জন ছেলে ও ২ জন কন্যাশিশু। শিশুদের ওজন কম হলেও মা ও সন্তান সবাই সুস্থ আছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে চমেক হাসপাতালে এ শিশুদের জন্ম হয়। অপারেশনে নেতৃত্ব দেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি ইউনিট প্রধান ডা. তাসলিমা বেগম।
তিনি জানান, এটা কোয়াড্রাপলেট প্রেগন্যান্সি। একজন মা একই সময়ে চারটি শিশু গর্ভধারণ করেন এবং নানান জটিলতা পেরিয়ে সন্তান জন্ম দেন। প্লাসেন্টা ছিল কোয়াড্রিকোরিওনিক ও কোয়াড্রিএমনিওটিক। শিশুদের ওজন কম। তবে মা ও সন্তান সবাই সুস্থ আছে।
শিশুদের মধ্যে একজনের ওজন ১.৪ কেজি, আরেকজনের ১.৩ কেজি এবং ২ জনের ১.২ কেজি করে পাওয়া গেছে। সাধারণত সুস্থ নবজাতকের স্বাভাবিক ওজন ২.৮ থেকে ২.৯ কেজি হয়।
এ চিকিৎসক জানান, গত দুই মাস ধরে ওই নারী চমেক হাসপাতালে ভর্তি ছিলেন। শিশুদের হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়েছে। তবে ওই নারীর পরিচয় জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ ।
আই/এ