আবহাওয়া

বৃষ্টির সুরে ভিজছে ঢাকা...

ছবি: সংগৃহীত

সকালের ব্যস্ত শহরে নামল এক পরশমাখা বৃষ্টি। আকাশের গম্ভীর মেঘ যে কেবল হুমকিই দিচ্ছিল না, তা আর স্পষ্ট হলো আজ সকালেই। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে বইছে হালকা দমকা বাতাস, যা শহরের কোলাহলে নিয়ে এসেছে কিছুটা প্রশান্তি—আবার কোথাও কোথাও বিঘ্নও।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা দিনের বেলায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল থেকে রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকবে। ইতিমধ্যে যে বৃষ্টি শুরু হয়েছে, তা থেমে থেমে অব্যাহত থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে দেশের আটটি বিভাগ—রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—এর অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী, এমনকি অতি ভারী বর্ষণও হতে পারে। সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন