মিয়ানমারের যে ১০ শহরে নির্বাচন হবে না
আগামী ডিসেম্বরে মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ ডিসেম্বর থেকে ধাপে ধাপে শুরু হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। তবে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রণে থাকা ১৪টি শহরের ১০টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে না। এমনটি জানিয়েছেন সামরিক জান্তা সরকারের নিয়ন্ত্রণাধীন নির্বাচন কমিশন (ইউইসি)। স্থানীয় সংবাদমাধ্যম নারিনজারার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদন মতে, রাখাইন রাজ্যের রামরি, পাউকতাও, পোন্নাগিউন, রাথেডং, বুথিডং, মংডু, কিয়াকতাও, মিনবিয়া, মাইবোন ও ম্রাউক-উ শহরে নির্বাচন হবে না।
উল্লেখ্য, মিয়ানমারের পশ্চিমাঞ্চলে অবস্থিত বাংলাদেশ সংলগ্ন রাখাইন রাজ্যে ১৭টি শহরের মধ্যে ১৪টিই আরাকান আর্মির দখলে রয়েছে।
গেলো মাসে সংবাদসংস্থা ইরাবতীকে আরাকান আর্মির (এএ) মুখপাত্র খাইং থুকহা জানিয়েছেন, গোষ্ঠীটির নিয়ন্ত্রণাধীন এলাকায় কোনো নির্বাচন হতে দেয়া হবে না। মিয়ানমার সরকারের পরিচালিত কোনো নির্বাচন কখনোই রাখাইন জনগণের কল্যাণে হয়নি।
এনএস/