এবার লাতিন আমেরিকায় ‘জেন-জি’ ঝড়
এশিয়ার পর এবার লাতিন আমেরিকার দেশ পেরুতেও ‘জেন-জি’ ঝড়ের প্রভাব দেখা দিয়েছে। দেশটির তরুণরা সরকারের নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় লিমায় সরকারবিরোধী বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে তীব্র সংঘর্ষে লিপ্ত হন।
রোববার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, পেরুতে সামাজিক অস্থিরতা, সংগঠিত অপরাধ, সরকারি দুর্নীতি এবং সাম্প্রতিক পেনশন সংস্কারের বিরুদ্ধে অসন্তোষই এই বিক্ষোভের মূল কারণ।
গ্লাডিস নামের এক বিক্ষোভকারী বলেন, আজকের দিনে আগের তুলনায় গণতন্ত্র কমে গেছে। ভয় আর চাঁদাবাজির কারণে পরিস্থিতি খারাপ হচ্ছে।
পুলিশি বাধার মধ্যেও পাঁচ শতাধিক তরুণ লিমার কেন্দ্রে জড়ো হয়েছিল শনিবার।

সেলেন আমাসিফুয়েন নামে এক বিক্ষোভকারী বলেন, বর্তমান কংগ্রেসের কোনো গ্রহণযোগ্যতা নেই, তাদের প্রতি জনগণের কোনো বিশ্বাসও নেই। তারা দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।
বিক্ষোভের এক পর্যায়ে জেন-জিরা লিমায় প্রেসিডেন্ট ভবন এবং কংগ্রেস ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
স্থানীয় রেডিও স্টেশন এক্সিতোসা জানিয়েছে, তাদের এক প্রতিবেদক এবং এক ক্যামেরাম্যান আইনশৃঙ্খলা বাহিনীর প্যালেটের আঘাতে আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, অন্তত তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
পেরুতে সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে দুর্নীতি, চাঁদাবাজি ও অপরাধ বেড়ে যাওয়ায় দেশটির প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের জনপ্রিয়তা ব্যাপকভাবে কমে গেছে। আগামী বছরই তার মেয়াদ শেষ হবে। কিন্তু এর আগেই জেন-জি বিক্ষোভ ফুঁসে উঠল পেরুতে।
বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, পেরুর সরকার ও রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস উভয়কেই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখে অনেক নাগরিক। চলতি সপ্তাহে দেশটির আইনসভা একটি আইন পাস করেছে যেখানে তরুণদের বেসরকারি পেনশন ফান্ডে যোগদান বাধ্যতামূলক করা হয়েছে। অথচ, অনেক তরুণই এখনও অনিশ্চিত কর্মপরিবেশের মধ্যে রয়েছে।
এসি//