জাতীয়

নৌকা প্রতীক স্থগিত রেখে ১১৫ প্রতীকের তালিকা প্রকাশ

ছবি: বায়ান্ন টিভি

নৌকা প্রতীক স্থগিত রেখে নতুন করে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৪ সেপ্টেম্বর) কমিশনের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তবে এবারও তালিকায় আলোচিত শাপলা প্রতীক রাখা হয়নি।

প্রজ্ঞাপনে বলা হয়, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ অনুযায়ী নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ এ সংশোধন এনে এ তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন তালিকায় নৌকা প্রতীক স্থগিত রেখে দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়েছে।

প্রকাশিত প্রতীকগুলোর মধ্যে রয়েছে— আপেল, আনারস, টেবিল ঘড়ি, ফ্রিজ, খাট, ট্রাক, মোরগ, আম, টেলিফোন, বাঘ, রকেট, টেলিভিশন, বই, রিকশা, গাভী, বটগাছ, লাউ, ঢেঁকি, বাঁশি, লিচু, গোলাপ ফুল, লাঙ্গল, একতারা, ঘণ্টা, তরমুজ, বেগুন, ঘুড়ি, বাইসাইকেল, কবুতর, ঘোড়া, থালা, সেলাই মেশিন.

এছাড়া প্রতীক তালিকায় আছে কলম, দাঁড়িপাল্লা, সোফা, বৈদ্যুতিক পাখা, সিংহ, কাঁঠাল, দোয়াত-কলম, মগ, হরিণ, মাইক, কাস্তে, চশমা, ধানের শীষ, গাড়ি, নোঙর, মশাল, হাতপাখা, কম্পিউটার, প্রজাপতি, হাতি, ফুটবল, হারিকেন, টিফিন ক্যারিয়ার, মোবাইল ফোন ও হেলিকপ্টারসহ মোট ১১৫ প্রতীক।

নির্বাচন কমিশনের প্রকাশিত ১১৫ প্রতীকের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন