রাজনীতি

জুলাই সনদ স্বাক্ষরের আগেই পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে পদক্ষেপ নিতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী ১৫ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের আগেই পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে পদক্ষেপ নিতে হবে। নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতেই।

শুক্রবার (১০ অক্টোবর) জুমা নামাজের পর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও জুলাই সনদের ভিত্তি দেওয়াসহ পাঁচ দফা দাবিতে গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট দিতে হবে। সেখানে পিআরের বিষয়টিও থাকবে। জাতির মতামত না নিয়ে পিআরকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, পিআর জনগণ বোঝে না বলে একটি পক্ষ অপপ্রচার করছে। দেশের বেশিরভাগ মানুষ এর পক্ষে। তারপরও গণভোটে বিষয়টি উল্লেখ করার দাবি জানাচচ্ছেন এতে জনগণ যে রায় দেবে,জামায়াত তা মেনে নেবে

তিনি আরও বলেন, আওয়ামী লীগসহ ফ্যাসিবাদের দোসরদের বিচার বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে। এ ক্ষেত্রে একটি বড় দল অসহযোগিতা করছে। পুলিশ থেকে শুরু করে আমলা পর্যন্ত অনেক কর্মকর্তাই বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন। এসব আচরণ অবশ্যই পরিহার করতে হবে।

সমাবেশের পর একটি মিছিল বের হয়।  মিছিলটি বায়তুল মোকাররম দক্ষিণ ফটক থেকে শুরু হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন