রাজনীতি

শিক্ষকদের পেটানোর জন্য সরকারকে ক্ষমা চাইতে হবে : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন,রাস্তায় শিক্ষকদের যেভাবে পেটানো হয়েছে এটি কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। অনতিবিলম্বে এই হীন কাজের জন্য সরকারকে ক্ষমা চাইতে হবে। আর যাদের গ্রেপ্তার করেছেন তাদের সূর্য ডোবার আগে ছেড়ে দিতে হবে।

রোববার (১২ অক্টোবর) বিকেলে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে  আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ওপর হামলার পর শহিদ মিনারে তাদের সাথে সংহতি জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।  

হাসনাত বলেন,  শিক্ষকরা বুক ফুলিয়ে সমাজে চলতে পারে নাশিক্ষকদের সব সময় পরিপাটি হয়ে সমাজে থাকতে হয়। অন্য মানুষের মতো তারা থাকে না, কারণ শিক্ষকরা সমাজে উদাহরণস্বরূপ। কিন্তু তাদের বেতন মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা। পরিপাটি-ফিটফাট থাকলেও মাসের শেষ ১০ দিন শিক্ষকদের হীনমন্যতা নিয়ে চলতে হয়।

তিনি বলেন,  বিদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হচ্ছে শিক্ষা খাত। আর বাংলাদেশে সবার খাওয়া-দাওয়া শেষ করে যদি কিছু থাকে তাহলে তা শিক্ষকদের দেয়া হয়। শিক্ষকদের বেতন না দিয়ে আন্তর্জাতিক মানের পড়াশোনা আশা করা রাষ্ট্রীয় প্রহসন ছাড়া আর কিছুই নয়।

সরকারের উপদেষ্টা ও আমলাদের বিদেশে চিকিৎসা নেয়া উল্ল্যেখ করে তিনি আরও বলেন, ‘নিজে যাবেন আমেরিকাতে রুটিন বডি চেকআপ (নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা) করাতে, নিজে যাবেন সিঙ্গাপুরে বডি চেকআপ করাতে, আর আমাকে দেবেন ৫০০ টাকা। এই রাষ্ট্রীয় মুনাফেকি আমরা মেনে নেব না।

এ এনসিপি নেতা বলেন, এই সরকারের শিক্ষা উপদেষ্টা হয়েছেন প্রমোশন বান্ধব সরকার। এই সরকারের প্রধান কাজ হলো পোস্টিং দেওয়া। হাসিনার আমলে যারা রাস্তায় এসে তার পক্ষে স্লোগান দিয়েছিল অর্থের বিনিময়ে তাদের পদায়ন অব্যাহত রয়েছে।

সংহতি জানিয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে সব সময় শিক্ষকদের মধ্যবিত্ত রাখতে চায়। শিক্ষকদের বাড়িভাড়া দেওয়া লাগবে। অভ্যুত্থানের পর এটাও সরকারের কাছে চাইতে হবে, এমনটি আমরা আশা করিনি।

প্রসঙ্গত,  সংহতি জানিয়ে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, এনসিপির যুগ্ম সদস্যসচিব (শিক্ষা ও গবেষণা) ফয়সাল মাহমুদ, গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্যসচিব জাহিদ আহসান প্রমুখ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন