আন্তর্জাতিক

কাতার থেকে যুদ্ধবিমান কিনতে চায় তুরস্ক

ইউরোফাইটার টাউফুন যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান কাতার ও ওমান সফরে রয়েছেন গত মঙ্গলবার (২১ অক্টোবর) তিনি কাতার সফর শুরু করেন। পরদিন দোহায় দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে কাতারের কাছ থেকে ৪০টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার আলোচনা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, কাতার থেকে ২৪টি ব্যবহৃত ও ১৬টি নতুন ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার প্রস্তাব দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।

তুরস্ক তাদের বিমান বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করতে চায়। তাই সাম্প্রতিক বছরগুলোতে জার্মানি, ব্রিটেন, স্পেন এবং ইতালির সম্মিলিত কনসোর্টিয়াম দ্বারা নির্মিত ৪০টি নতুন ইউরোফাইটার টাইফুন কেনার চেষ্টা চালাচ্ছে

ব্রিটেনের সহায়তায় কাতার ও তুরস্কের মধ্যে কয়েক শ কোটি ডলারের যুদ্ধবিমান বিক্রয় এবং হস্তান্তর নিয়ে প্রাথমিক চুক্তি ও আলোচনা সম্পন্ন হয়েছে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে

যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় বৃহত্তম এফ-১৬ যুদ্ধবিমান পরিচালনাকারী দেশ তুরস্ক। তুর্কির সামরিক বাহিনী এখন পর্যন্ত অন্য কোনো দেশের নির্মিত যুদ্ধবিমান ব্যবহার করেনি। তবে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সদস্য  ও অন্যান্য মিত্র দেশের সাথে সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করতে নতুন ধরনের যুদ্ধবিমান সংগ্রহের চেষ্টা করছে বলে জানা গেছে

ব্লুমবার্গ আরও জানিয়েছে, কাতারের ব্যবহৃত যুদ্ধবিমান কিনলে সেগুলো দ্রুত সময়ের মধ্যে তুর্কি বাহিনী হাতে পাবে। কারণ যুক্তরাষ্ট্রের নতুন এফ-১৬ যুদ্ধবিমান ২০৩০ সালের আগে আঙ্কারায় পৌঁছাবার সম্ভাবনা খুবই ক্ষীণ।

 

এইচএস//

এ সম্পর্কিত আরও পড়ুন