আন্তর্জাতিক

কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা ট্রাম্পের

কানাডার সঙ্গে চলমান সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প।

শুক্রবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি জানায়, কানাডা সম্প্রতি এমন একটি বিজ্ঞাপন প্রচার করেছে, যেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে ব্যবহার করে শুল্কবিষয়ক নেতিবাচক মন্তব্য করা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, “কানাডার ঘৃণ্য আচরণের কারণে তাদের সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা অবিলম্বে বাতিল করা হলো।”

এর আগে কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। যদিও যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি ইউএসএমসিএর আওতায় কিছু পণ্যে ছাড়ও দেওয়া হয়েছিল।

এছাড়া ট্রাম্প কানাডার নির্দিষ্ট কিছু খাতেও আলাদা শুল্ক আরোপ করেন। এর মধ্যে ধাতুর ওপর ৫০ শতাংশ এবং গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক অন্তর্ভুক্ত।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন