মাদ্রাসার ছাত্রকে ধর্ষণ, শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা
গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসার ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার শিক্ষক মহসিন (৩৫) নেত্রকোনার আটপাড়া উপজেলার কাচুটিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে। তিনি মাওনা চৌরাস্তায় দারুল হিকমাহ্ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। ভুক্তভোগী শিক্ষার্থী ওই মাদ্রাসার আবাসিক বিভাগে থেকে নুরানী শাখায় পড়াশোনা করত।
শিশুটির বাবার অভিযোগ, শুক্রবার দুপুরে মাদ্রাসার ভেতরে শিক্ষক মহসিন তার ছেলেকে যৌন নির্যাতন করেন। বিকেলে দাদা মাদ্রাসায় গেলে ছুটি নিয়ে শিশুটি তার সঙ্গে বাড়ি আসে এবং বাড়িতে এসে ঘটনাটি জানায়।
বিষয়টি জানাজানি হলে শিশুর বাবা, দাদা ও স্থানীয়রা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে ধরে গণধোলাই দেন। পরে তাকে মাওনা চৌরাস্তা হাইওয়ে পুলিশ বক্সে সোপর্দ করা হয়।
রাত ৯টার দিকে এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা পুলিশ বক্স ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নেয়া হয়েছে। শিশুর বাবার দায়ের করা মামলার পর শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।
এমএ//