নাস্তা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তার ও পুরনো বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে শিপন (৩০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত শিপন স্থানীয়ভাবে পরিচিত মনেক ডাকাতের ছেলে।
ঘটনাটি ঘটে শনিবার (০১ নভেম্বর) রাতে নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গনি শাহ মাজারের পাশে একটি হোটেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরজাহানপুর গ্রামের মনেক মিয়ার ছেলে শিপনের সঙ্গে থোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আধিপত্য নিয়ে চলমান এই দ্বন্দ্বের জের ধরেই ওই রাতে শিপন হোটেলে খেতে গেলে রিফাত ও তার সহযোগীরা হঠাৎ গুলি চালায়। এতে শিপনসহ তিনজন গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় পাঠানো হয়। রোববার (০২ নভেম্বর) সকালে সেখানে শিপনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে আলমনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইয়াসিন এবং চরলাপাং গ্রামের রশিদ মিয়ার ছেলে নুর আলম রয়েছেন। তারা বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
নবীনগর থানার ওসি মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ডাকাতির টাকা ভাগাভাগি ও এলাকা দখল নিয়ে শিপন ও রিফাত গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
এসি//