যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে চীনের নৌবহরে যুক্ত হলো নতুন রণতরী ‘ফুজিয়ান’
চীনের সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’ আনুষ্ঠানিকভাবে দেশটির নৌবাহিনীতে যুক্ত হয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপস্থিতিতে দক্ষিণ চীনের হাইনান প্রদেশে এক অনুষ্ঠানে রণতরীটি কমিশন করা হয়। খবর এএফপি।
‘ফুজিয়ান’ হলো চীনের তৃতীয় বিমানবাহী রণতরী। এটি ইলেক্ট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সিস্টেমে সজ্জিত প্রথম চীনা রণতরী। এই প্রযুক্তি আগে কেবল মার্কিন নৌবাহিনীর রণতরীগুলোতে ব্যবহৃত হয়েছে। এই ব্যবস্থায় যুদ্ধবিমান আরও দ্রুত ও ভারী অস্ত্রসহ উড্ডয়ন করতে পারে। এটি আগের দুই রণতরী ‘লিয়াওনিং’ ও ‘শানদং’-এর তুলনায় এর আক্রমণ সক্ষমতা বহুগুণ বাড়িয়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ফুজিয়ানকে দেশের নৌবাহিনীর উন্নয়নে একটি “ঐতিহাসিক মাইলফলক” হিসেবে বর্ণনা করেছে। বিশ্লেষকদের মতে, এই সংযোজন চীনের নৌক্ষমতা আরও আধুনিক ও শক্তিশালী করবে।
উল্লেখ্য, বর্তমানে জাহাজের সংখ্যার দিক থেকে চীন বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনীর অধিকারী। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে দেশটি দ্রুত গতিতে নৌবাহিনী সম্প্রসারণ করছে, যা যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর জন্য বাড়তি চাপ সৃষ্টি করেছে।
এসএইচ//