চীনের আঞ্চলিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মার্কিন রাষ্ট্রদূত
ঢাকায় নতুন নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, চীনের সঙ্গে সামরিক যোগাযোগের ঝুঁকি বাংলাদেশকে বোঝাবেন।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানী ঢাকায় ইএমকে সেন্টারে সাংবাদিকদের কাছে তিনি আরো বলেছেন, দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বাড়ায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র।
ক্রিস্টেনসেন জানিয়েছেন, নিয়োগের সময় ওয়াশিংটনে মার্কিন সরকারকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন; বাংলাদেশ সরকারে থাকা বন্ধুদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন। যাতে চীনের সঙ্গে নির্দিষ্ট ক্ষেত্রে সম্পর্কের ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরা যায়।
তার মতে, বাংলাদেশের সামরিক সরঞ্জাম চাহিদা পূরণে অনেক বিকল্প রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম।
এদিকে আমেরিকার নতুন ভিসানীতি সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, ‘এটি বাংলাদেশকে লক্ষ্য করে নেওয়া হয়নি। বিশ্বের অনেক দেশ এর মধ্যে আছে। ভিসার মেয়াদের অতিরিক্ত, অবৈধভাবে অবস্থান, প্রবেশ বা অভিবাসন বন্ধ করে মার্কিন নাগরিকদের সুরক্ষা দেয়াই সর্বোচ্চ অগ্রাধিকার।’
অভিবাসন ভিসা স্থগিত নিয়ে তিনি বলেন, ‘মার্কিন আইনের একটি অংশ হলো অভিবাসন। যাদের এই সুযোগ দেয়া হয়েছে, তারা মার্কিন সরকারি সহায়তার ওপর নির্ভরশীল। সেসব দেশের অভিবাসন ভিসা সাময়িক স্থগিত, যেসব দেশের অভিবাসী প্রবেশ এবং সরকারি সহায়তায় যাওয়ার হার খুব বেশি। এগুলো যাচাই-বাছাই করা হবে।’
এসএইচ//