রাশিয়ার রাতভর হামলায় ইউক্রেনে নিহত ১১
রাশিয়ার ব্যাপক বিমান হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ১১ জন মারা গেছেন। শুক্রবার (০৭ নভেম্বর) গভীর রাতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া, দোনেৎস্ক এবং খেরসনে এসব হামলা চালানো হয়।
ইউক্রেনের সেনাবাহিনীর বরাতে আল জাজিরা জানিয়েছে, রাশিয়া রাতভর আকাশ, স্থল ও সমুদ্রপথে ৫০৩টি হামলা চালায়। এর মধ্যে ছিল ৪৫টি ক্ষেপণাস্ত্র ও ৪৫৮টি ড্রোন হামলা। দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী ৪০৬টি ড্রোন ধ্বংস করতে পেরেছে। ক্ষেপনাস্ত্র প্রতিহত করেছে মাত্র ৯টি।
বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই লক্ষ্যবস্তুতে আঘাত হানে। একারনে বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
এসএইচ//