আন্তর্জাতিক

ফ্রান্সের সঙ্গে ‘রাফায়েল’ যুদ্ধবিমান কেনার চুক্তি করল ইউক্রেন

ছবি: সংগৃহীত

রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলাকালে বড় ধরনের সামরিক শক্তি বৃদ্ধির পদক্ষেপ নিল ইউক্রেন। ফ্রান্সের সঙ্গে ১০০টি রাফায়েল যুদ্ধবিমান কেনার দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার (১৭ নভেম্বর) প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হয়।

চুক্তি অনুযায়ী, আগামী ১০ বছরে ইউক্রেন পাবে ১০০টি ফরাসি নির্মিত রাফায়েল জেট। এর সঙ্গে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন এবং যুদ্ধাস্ত্রও যুক্ত থাকবে।

ফ্রান্সের ভিলাকুব্লে সামরিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে জেলেনস্কি সাংবাদিকদের বলেন, 'এটি হবে সর্বশ্রেষ্ঠ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, বিশ্বের অন্যতম সেরা।'

চুক্তির বিষয়ে ম্যাক্রোঁ বলেছেন, এই ১০০ রাফায়েল ইউক্রেনীয় বাহিনীর পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতের সম্ভাব্য হামলা মোকাবিলায় সহায়তা করবে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন