আইন-বিচার

শেখ হাসিনার রায় ঘিরে ছড়িয়ে পড়া বিচারকদের ছবি মুছে ফেলার নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাইব্যুনালের বিচারকদের ছবি ও অবমাননাকর মন্তব্য ছড়িয়ে পড়েছে। ছবিগুলো অপসারণের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে অপসারণসংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের প্যানেল এ নির্দেশনা দেন। প্যানেলের অন্য সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

গেল ১৭ নভেম্বর ঘোষণা করা রায়ে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড এবং চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। 

রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে বিচারকদের ছবি ব্যবহার করে অবমাননাকর মন্তব্য ছড়িয়ে পড়লে বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আসে। এরপর স্বতঃপ্রণোদিত হয়ে বিটিআরসি চেয়ারম্যান ও তথ্য সচিবকে এসব কনটেন্ট মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়।

আদেশে ট্রাইব্যুনাল মন্তব্য করে যে, দেশে মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে, তবে তা অবশ্যই আইন মেনে এবং কাউকে অবমাননা না করে হতে হবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন