খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন ডা. জাহিদ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, গত তিন দিন ২৭,২৮,২৯ তারিখ চিকিৎসকরা বেগম খালেদা জিয়াকে যে চিকিৎসা দিচ্ছেন সেটি তিনি গ্রহণ করতে পারছেন। তার শারীরিক অবস্থা আগের মতই রয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত জরুরী সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
বিদেশ নেয়ার বিষয়ে ডা. জাহিদ বলেন, বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেয়ার বিষয়টি নির্ভর করছে তার সার্বিক শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর।
তিনি বলেন, এই মুহুর্তে এভারকেয়ার হাসপাতালে ৩০০ জন রোগী ভর্তি আছেন। তাদের চিকিৎসা যেন বিলম্বিত না হয় এ কারণে দলীয় নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করতে তিনি অনুরোধ জানান।
এ চিকিৎসক বলেন, হাসপাতালে ভর্তির পর সকল শারীরিক পরীক্ষা শেষে গত ২৭ নভেম্বর আমেরিকা, চীন, সৌদি আরব ও বাংলাদেশে গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক এবং তার পরিবারের সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে করোনা কেয়ার ইউনিট বা সিসিইউতে স্থানান্তর করা হয়।
তার চিকিৎসার পরবর্তী আপডেট দেশবাসীকে জানিয়ে দেয়া হবে বলে জানান তিনি। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডা. জাহিদ।
আই/এ