আন্তর্জাতিক

ইরানে স্বর্ণের বিশাল মজুতের সন্ধান

ছবি: সংগৃহীত

ইরানের অন্যতম বৃহৎ স্বর্ণখনিতে বিশাল স্বর্ণভাণ্ডার পাওয়া গেছে। পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশে অবস্থিত বেসরকারি মালিকানাধীন শাদান স্বর্ণখনিতে সম্প্রতি নতুন শিরা কাঠামো শনাক্ত করা হয়েছে।

সোমবার (০১ ডিসেম্বর) দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় আবিষ্কৃত মজুদগুলোর আনুষ্ঠানিক যাচাই সম্পন্ন করেছে।

সরকারি যাচাইয়ে দেখা গেছে, শাদান খনিতে ৭.৯৫ মিলিয়ন টন অক্সাইড স্বর্ণ আকরিক এবং ৫৩.১ মিলিয়ন টন সালফাইড স্বর্ণ আকরিক রয়েছে। অক্সাইড আকরিক তুলনামূলকভাবে সহজে উত্তোলনযোগ্য এবং এর খরচও কম, যা স্বর্ণ উৎপাদন বাড়াতে ইরানের জন্য বড় সুবিধা হয়ে উঠতে পারে। সালফাইড আকরিক সাধারণত উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে বেশি প্রযুক্তি ও ব্যয় দাবি করে, তবে এর বাণিজ্যিক মূল্য অত্যন্ত বেশি।

ইরানে বর্তমানে মোট ১৫টি স্বর্ণখনি কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলের জারশোরান খনি দেশটির সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। নতুন মজুদ আবিষ্কারের মধ্য দিয়ে ইরানের স্বর্ণ উৎপাদন ও রপ্তানি সম্ভাবনা আরও প্রসারিত হবে বলে খনি বিশেষজ্ঞরা মনে করছেন।

অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপের মধ্যে দেশটির খনিজসম্পদ খাতকে শক্তিশালী করার যে প্রচেষ্টা চলছে। এই আবিষ্কার সেই প্রচেষ্টায় নতুন গতি যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। নতুন আকরিক উত্তোলন শুরু হলে ইরানের জাতীয় শিল্পে কর্মসংস্থান ও রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।

 

 এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন