ইউক্রেনকে কড়া হুঁশিয়ারি পুতিনের
রাশিয়ার পতাকাবাহী ট্যাংকারে হামলার পর ইউক্রেনের বন্দর ও জাহাজে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি তিনি ইউক্রেনকে পুরোপুরি সমুদ্রপথ থেকে বিচ্ছিন্ন করে দেয়ার হুমকিও দিয়েছেন।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী এখন ‘দস্যুতায়’ লিপ্ত।
তিনি বলেন, “ইউক্রেন যা করছে তা দস্যুতা। প্রথমত রাশিয়া ইউক্রেনের বন্দর ও সেখানে আগত জাহাজে হামলা চালাবে। দ্বিতীয়ত, যদি এই দস্যুতা চলতেই থাকে, আমরা— আমি বলছি না করব, তবে আমরা বিবেচনা করব— ইউক্রেনকে সহায়তা করা দেশগুলোর জাহাজেও হামলার সম্ভাবনা।”
পুতিন আরও বলেন, “সবচেয়ে বড় বিকল্প হলো ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেয়া। তাহলে তারা কোনোভাবেই দস্যুতা চালাতে পারবে না।”
তিনি আশা প্রকাশ করেন, ইউক্রেনের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব এবং এসব হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা ভেবে দেখবে এই কর্মকাণ্ডের কোনো বাস্তব উপকার আছে কি না।
এর আগে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা জানান, গত দুই দিনে রাশিয়ার অন্তত তিনটি ট্যাংকারে হামলা হয়েছে। সামুদ্রিক ড্রোন ব্যবহার করে এসব জাহাজ ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
সূত্র: কিয়েভ ইন্ডিপেনডেন্ট, আলজাজিরা
এসি//